খুলনার খবর ।। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত এবং নিহত এমন ১৪টি পরিবারের অনুকুলে ৬৬ লক্ষ টাকার চেক ইস্যু করা হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় (৬)টি এবং দুপর ৩ টায় খুলনার বিআরটিএ’র কনফারেন্সে রুমে (৮)টি মোট ১৪টি চেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মমতাজ সাদ উদ্দিন আহমেদ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অনুকুলে ট্রাস্টি বোর্ড হতে ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করবেন।
স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই চেক ইস্যু করা হবে।চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আনোয়ার কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই সংবাদ জানানো হয়।তিনি জানান সাতক্ষীরা ও খুলনায় চেক বিতরণ শেষে তিনি শনিবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবেন এরপরে ওখানে চেক বিতরণ শেষে যাবেন পিরোজপুর পিরোজপুরের পর যাবেন ফরিদপুর, ফরিদপুরে চেক বিতরণ শেষে যাবেন রাজবাড়ী, ওখানে চেক বিতরণ শেষ করে তিনি ঢাকার দেশের রওনা হবেন।
সাতক্ষীরায় এবং খুলনায় চেক বিতরণের সময় বিআরটিএর চেয়ারম্যানে সঙ্গে উপস্থিত থাকবেন খুলনা বিআরটিএর উপ-পরিচালক জনাব ওসমান সরোয়ার আলম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।