খুলনার খবর।।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে সবুজ খা হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে খুলনা ও তেরখাদার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, খালিশপুর থানার মামলা নম্বর ১০, তারিখ ৯ অক্টোবর ২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি কালাম (৫৫) ও ৬ নম্বর আসামি সাগর (২১)–কে রূপসা থানার গোয়ালবাড়ী চর এলাকা থেকে রাত ১টার দিকে, আর ২ নম্বর আসামি সুজন (২৪)–কে তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।
এর আগে ৯ অক্টোবর মামলার ৩ নম্বর আসামি নাজমা (৩৭)–কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।
খালিশপুর থানা–পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনার দিন আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগী সবুজ খার পথ আটকে তাঁকে মারধর করতে থাকে। একপর্যায়ে আসামি কালাম ভুক্তভোগীর হাত চেপে ধরে রাখে, নাজমা ও সাগর তাঁর দুই পা চেপে ধরে, আর সুজন ধারালো অস্ত্র দিয়ে সবুজ খার দুই পা, দুই হাত, পিঠ ও কোমরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তক্ষরণে সবুজ খা ঘটনাস্থলেই মারা যান।
গ্রেপ্তারকৃত সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর হাউজিং এস্টেটের সেন্ট্রাল ওয়েস্ট ব্লক এলাকার রোড নম্বর ১৭১–এর পাশে দুটি ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়—একটি ২২.৫ ইঞ্চি লম্বা ছোরা এবং একটি ২২ ইঞ্চি লম্বা হাসুয়া দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খন্দকার হোসেন বলেন, “গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।