মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি।। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতি্াদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, মোঃ গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুর ইসলাম, ফারুক আজম প্রমুখ।
মাবনবন্ধনে বক্তরা বলেন, সাংবাদিকরা জনগণের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন— অথচ তারাই বারবার হত্যার শিকার হচ্ছেন। এটি গণতন্ত্রের জন্য ভয়ানক হুমকি।এসময়
সাংবাদিক তুহিন সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।