খুলনার খবর।। নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডর নিকাহ রেজিস্ট্রার মোঃ হাবিবুল্লাহ সাচ্চু ওরফে সাচ্চু কাজী জামিনে মুক্ত হয়েছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হন। এর আগে বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান শুনানী শেষে জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওয়ারেন্টভুক্ত সাচ্চু কাজীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরদিন বুধবার আদালতে প্রেরণ করে পুলিশ।
খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রতারণার অভিযোগে ২৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরামনি। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে থানায় মামলা নং ৩৩ হিসাবে রেকর্ড করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।