খুলনার খবর।।সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনা কবলিত পর্যটনবাহী জাহাজ থেকে দেশী-বিদেশী ৪৪ পর্যটককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার ১ জানুয়ারি ‘পাইরেটস সুন্দরবন’ নামক একটি পর্যটনবাহী জাহাজ খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে একটি বাল্কহেডের (নৌযান) ধাক্কায় পর্যটনবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে।জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। এরপর কোস্ট গার্ডের দুইটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে গ্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে। পরে দ্বিতীয় দফায় আরো ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়। তারা সকলে মোংলায় নিরাপদে রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।