খুলনার খবর।।সুন্দরবন ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে নতুন করে যুক্ত হলো আধুনিক ক্যাটামারান শীপ ‘MV Silent 69’। অত্যাধুনিক এই নৌযানটি চালু হওয়ায় পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণ হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয়।
MV Silent 69’ একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাটামারান শীপ, যা কম শব্দ ও কম জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমায়। বিশেষ করে সুন্দরবনের মতো সংবেদনশীল জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলে এই নৌযানটি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শীপটিতে রয়েছে আরামদায়ক আসন ব্যবস্থা, প্রশস্ত ডেক, আধুনিক সেফটি ইকুইপমেন্ট, লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রশিক্ষিত ক্রু। পর্যটকদের নিরাপত্তা ও আরামের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নকশা করা হয়েছে এই ক্যাটামারানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, সুন্দরবন ভ্রমণে নতুন মাত্রা যোগ করতেই এই ক্যাটামারান শীপ চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও লাভবান হবে।
সুন্দরবন ভ্রমণে যুক্ত হয়েছে নতুন ক্যাটামেরান জাহাজ “MV Silent 69” যা খুলনা-সুন্দরবন-খুলনা রুটে ক্রুজ ট্যুর পরিচালনা করছে, যেখানে হারবারিয়া, কটকা, কোচিরখালী, ডিমেরচর ও করমজলসহ সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করানো হয়, যা পর্যটকদের জন্য আধুনিক ও আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।
এমভি সাইলেন্ট ৬৯- খুলনা থেকে সুন্দরবনের বিভিন্ন স্থান (হারবারিয়া, কটকা, কোচিরখালী, ডিমেরচর, করমজল) পর্যন্ত ক্রুজ ট্যুর।
এই জাহাজটি সুন্দরবনের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করেছে, যা পর্যটকদের আরও সহজে এবং আরামদায়কভাবে ম্যানগ্রোভ বন ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।