মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ যশোরে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে উপহার হিসেবে একবস্তা করে ২৫ কেজি চাউল বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং দুঃসময়ে মানুষের সহায়তায় এগিয়ে এসেছে।
তারা দাবি করেন, বর্তমান সরকারের দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।