1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে - লবি - Khulnar Khobor
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নার্সিং প্রশাসনকে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক – ১ যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন আটক মহানগর যুবদলের উদ্যোগে খুদেরখাল পরিচ্ছন্ন অভিযান খুলনার জেলা নতুন কারাগার লুটপাটের এক মেঘা প্রকল্প কেশবপুরে বিএনপি’র মহিলা দলনেত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সরকার গঠন হতে যাচ্ছে -বিএনপি নেতা কাজী শিপন  জাতীয়তাবাদী চেতনার শহীদ জিয়ার আর্দশের অকুতোভয় সৈনিক ছাত্রনেতা এম এম জাফর হাসান মোরেলগঞ্জে শ্রমিকদল নেতার পিতার মৃত্যুর খবরে ঢাকা থেকে ছুটে এলেন বিএনপি নেতা মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক যশোরে জমি নিয়ে বিরোধ ভাতিজার দায়ের কোপে গুরুতর আহত চাচা নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন মোংলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন তেরখাদায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, সমাবেশ

১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে – লবি

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর|| খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল।

গত ১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর এখন সুযোগ এসেছে নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করার।

এ জনপথের মানুষ এতোদিন ধরে অবহেলিত থাকায় একদিকে যেমন উন্নয়ন হয়নি অন্যদিকে একের পর এক কলকারখানা বন্ধ ও বিলডাকাতিয়ার জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে পিছিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ মিল কলকারখানা চালু ও বিল ডাকাতিয়ার সদস্যার স্থায়ী সমাধান করা হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা তরিকুল হোসেন, আইসিটি কর্মকর্তা অয়ন কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, বিএনপি নেতা মোতাহার হোসেন কিরণ, আঃ রউফ গাজী, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম মিকুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর পর তিনি দুপুরে আড়াইটায় তাজপুর গ্রামের একটি কমিউনিটি সেন্টারে চার ইউনিয়নের বিএনপি’র সমর্থিত ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

দেশের ক্রান্তিকালে নারীরা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে, দেশের যে কোন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে – লবী

১নং আটরা গিলাতলা ইউনিয়ন : আলী আসগর লবী বলেছেন, দেশের ক্রান্তিকালে নারীরা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে। তারা দেশের যে কোন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। লবী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ। এই দফাগুলোর মধ্যেই আছে কীভাবে সরকার গঠিত হবে, কীভাবে কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং কীভাবে নারীদের অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিস্টান সকল ধর্ম ও বর্ণের মানুষের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় আপনাদের পাশে আমাকে পাবেন। আমার কাছে আসতে কোন মাধ্যম প্রয়োজন হবে না। সরাসরি আপনাদের যে কোন সমস্যা নিয়ে যে কোন সময় আমার কাছে আসতে পারেন।
তিনি বলেন বিএনপি’র ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই খুলনা-৫ আসনের মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে যেতে বলেছেন। আমি কাজ করতে এসেছি আপনাদেরকে কিছু দিতে এসেছি। আমি এই আসন থেকে নির্বাচিত হলে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সহ পিছিয়ে পড়া এই অঞ্চলের উন্নয়নে সব থেকে বেশী গুরুত্ব দিয়ে কাজ করবো। তিনি আগামী জাতীয় নির্বাচনে নারীদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।


স্থানীয় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিকেল ৪টায় খানজাহান আলী থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলির সভাপতিত্ব এবং যুগ্ম-আহবায়ক শিরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী। বিশেষ অতিথি খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, জেলা মহিলা দলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, যুগ্ম-আহবায়ক হাসনা হেনা, সাবেক যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহানা ইশা, ফুলতলা উপজেলা মহিলা দলের সভাপতি মিতা পারভীন, আটরা গিলাতলা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক সৈয়দা শারমিন আক্তার।
কর্মী সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, ইউপি সদস্য শেখ আলামিন হোসেন, হাফিজুর রহমান সাফি, খান ইসমাইল হোসেন বাবু, বিএনপি নেতা মোকবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় খানজাহান আলী থানা, ওয়ার্ড, ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।