খুলনার খবর// স্মার্টফোনে জায়গা কমে গেলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। ফোনের গতি কমে যাওয়া থেকে বারবার হ্যাং করা,অনেক সময় চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া। যারা এই ধরনের সমস্যায় পড়ছেন তাঁদের জন্য রইল কিছু গোপন সমাধান।
১। গুগল প্লে স্টোর ব্যবহার করেন যাঁরা, তাঁরা সরাসরি সেখানে গেলেই দেখতে পাবেন ফোনে চালু বা বন্ধ হয়ে থাকা অ্যাপগুলির তালিকা। দেখবেন বেশ কিছু অ্যাপ দীর্ঘ দিন ব্যবহৃত না হয়েই পড়ে আছে। তালিকা দেখে সহজেই আনইনস্টল করে দিন অব্যবহৃত অ্যাপগুলি।
২. হোয়াটস্যাপ স্টোরেজ ম্যানেজার ব্যবহার করতে পারেন। যাঁরা প্রতিনিয়ত এই অ্যাপ ব্যবহার করেন তাঁরা নিশ্চিত ভাবেই জানেন কী পরিমাণ ছবি, ভিডিও বা অন্যান্য উপাদান এতে জমিয়ে রাখা যায়। সরাসরি চলে যান সেটিংস-এ সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এবং সেখান থেকে ম্যানেজ স্টোরেজে গিয়ে ইচ্ছেমতো ডিলিট করুন অপ্রয়োজনীয় ফাইল।
৩.ক্যাচে( Cache )ডিলিট করলেও মিলতে পারে বেশ কিছুটা জায়গা। সেটিংস-এ গিয়ে বিভিন্ন অ্যাপগুলোর তার স্টোরেজে গেলেই দেখা মিলবে ক্লিয়ার ক্যাচে(Clear Cache)। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন অ্যাপের ক্যাচে দখল করে রাখে একটি বিরাট পরিমাণ স্থান।সেখানে অল ক্লিয়ার করলেও মিলতে পারে সমাধান।
৫.ফোনের উপর চাপ কমাতে ছবি বা ভিডিও তুলে রাখতে পারেন ক্লাউড কিংবা ড্রাইভে। একাধিক সংস্থা অর্থের বিনিময়ে ক্লাউডের জায়গা ভাড়া দেয়। অধিকাংশ অ্যানড্রয়েডের ক্ষেত্রেই রয়েছে গুগুল ফটোস নামক অ্যাপ ব্যবহারের সুবিধা।
এভাবেই আপনি আপনার ফোনটিকে সচল রাখতে পারেন।কোন প্রকার হ্যাং,করা ছাড়াই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।