সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে মেসার্স আনোয়ারা ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এই সময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরী চিমনি (বাংলা চিমনি) ভেঙে দেয়া হয়।লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে মালিক কামরুল ইসলামের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের এই অভিযান পরিচালনা করা হয়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম শান্তনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও এস.এম শান্তুনু চৌধুরী বলেন, ভাটা পরিচালনার জন্য কোন ধরণের লাইসেন্স ছিলো না। এতে ভাটাতে থাকা চিমনি দুটি নামিয়ে ফেলা হয় এবং ফায়ারসার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে চুলোর আগুন নিভিয়ে দেয়। ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।