এস.এম.শামীম দিঘলিয়া খুলনা প্রতিনিধি//
দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনের পতাকাদণ্ডটি অফিস চলাকালিন মাসের পর মাস সারাদিন থাকে পতাকাবিহীন। দলিল রেজিস্ট্রির কাজে সবাই এতই ব্যস্ত থাকেন যে পতাকা ওঠানোর কথা বেমালুম ভুলে যান সরকারি এ দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা।
কয়েকজন প্রিন্টিং মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক তথ্যগত কারণে দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সরেজমিনে দেখা গেছে অফিসের সামনে পতাকার দন্ডটি পতাকাবিহীন। এ ব্যাপারে অফিসের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের পক্ষ থেকে বার বার পতাকাবিহীন পতাকা দণ্ডটির ছবি তুললেও তাঁদের মাঝে অনুভূতি জাগ্রত হয়নি। সরকারি কোনো দপ্তরে জাতীয় পতাকা না ওঠানো গুরুতর অপরাধ সে অনুভুতিটাও তাদের মাঝে দেখা যায়নি।
এমনকি আজ বিকাল ৪ টার পূর্বে ওই দপ্তরের সামনে গিয়ে তখনও দেখা যায় পতাকাদণ্ডটি পতাকাবিহীন।
এ ব্যাপারে কথা হয় দলিল রেজিস্ট্রি করতে আসা ফরমাইশখানা নিবাসী মোঃ জহিরুল ইসলাম এর সাথে তিনি জানান সরকারি অফিসে পতাকা না ওঠানো অন্যায়। কথা হয় ব্রহ্মগাতী নিবাসী জাকির হোসেনের সাথে সরকারি দপ্তরে পতাকা না ওঠানোর ব্যাপারে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।তবে দেয়াড়া গ্রামের ফরহাদ জানান এটা অচিৎ হয়নি।
এ ব্যাপারে অফিসের কর্মকর্তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।