1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে  পা ভাঙলো কেসিসির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খুলনার লবনচরায় মাদক বিক্রিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনায় মানববন্ধন কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় ওয়ার্ড বিএনপির পৃথক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার কালিগঞ্জের নলতায় এক কিশোরকে ছুরিকাঘাত দিঘলিয়ায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে আজিজুল বারী হেলাল লক্ষ্মীপুরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল খাদ্যদ্রব্য পাওয়ায় অক্ষয় স্টোর এবং জামাল বেকারীকে জরিমানা ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আমজনতার দল খুলনা,র মানববন্ধন অনুষ্ঠিত নারী নির্যাতন ও ধর্ষণ  প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ  বাগেরহাটে ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন -সোনাডাঙ্গা থানা যুবদল বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও আলোচনা সভা সাতক্ষীরায় কৃষকদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা: এলাকাবাসীর হাতে আটক এক, পুলিশের অভিযান অব্যাহত কেশবপুরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩০ বার শেয়ার হয়েছে

প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে প্রতিদিন শত শত মানুষ সেবা গ্রহণ করে থাকেন।

সরকারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ হাসপাতালে সেবার মান বৃদ্ধি পেলেও আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার দাবি করেছেন সেবাগ্রহিতারা। এসব দাবির ধারবাহিকতায় মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

জানা যায়, জাইকার সহযোগিতায় অভয়নগর উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোপূর্বে আধুনিক অ্যাম্বুলেন্স, সিলিং ফ্যান, নেবুলাইজার মেশিন, ডেন্টাল মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ইসিজি, ওটি লাইট, আল্ট্রাসনোগ্রাম মেশিন, বিপি মেশিন ও স্পট লাইট প্রদান করা হয়েছে।

এসব সামগ্রী পাওয়ার পর সেবার মান বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন ক্ষেত্রে জনবল সংকটের কারণে সেবাবঞ্চিত হয়ে রোগী ফিরে যাচ্ছে প্রাইভেট ক্লিনিকে। সরেজমিনে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিককে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এসময় তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড, প্রসূতি ও নবজাতক বিভাগের রোগী ও রোগীর আত্মিয়দের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলা পরিষদ থেকে দেওয়া মেডিক্যাল যন্ত্রপাতি ও মেশিনগুলো সচল না অচল রয়েছে তা চালিয়ে দেখেন। সিদ্ধিপাশা ইউনিয়ন থেকে আসা রোগী সালমা খাতুন জানান, মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। ডাক্তার ও নার্সরা সার্বক্ষনিক খেয়াল রাখছেন। তবে ডাক্তার সংকট রয়েছে। চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ও তাদের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার দাবি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান জানান, ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে একজনও নেই। ডাক্তার ও জনবল সংকটের কারণে অনেক রোগী সেবা বঞ্চিত হয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করার চেষ্টায় কাজ করছেন। জাইকা কর্তৃক উপজেলা পরিষদ থেকে দেওয়া মেশিনগুলো রোগীর সেবায় ব্যবহৃত হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে কোন রোগী বা তাদের স্বজনরা সেবার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেনি।

হাসপাতালের প্রতিটি মালামাল জনগণ ও রাষ্ট্রের সম্পদ। এগুলো দেখভাল ও রক্ষণা বেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। হাসপাতালে চত্বরে দালাল চক্রের দৌরাত্বের বিষয়ে তিনি বলেন, হাসপাতাল চত্বরে দালাল চক্রের কোন সদস্যকে পেলে আইনের আওতায় আনা হবে। কোন প্রকার অনিয়মের বিষয়ে তাঁকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।