এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা // দিঘলিয়ায় মানবতার ফেরিওয়ালা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় যুগ যুগ ধরে মুখ থুবড়ে পড়ে থাকা কিছু উল্লেখ যোগ্য সড়ক বর্তমানে আলোর মুখ দেখছে। উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করন, অবহেলিত পিচের রাস্তা নতুন করে নির্মান কাজের অগ্রগতি বেশ চোখে পড়ার মতো।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম খুলনার খবর প্রতিবেদককে জানান, তিনি সাধারণ মানুষ কে দেওয়া কথা রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ৩ বছর ক্ষমতায় এসেছি তবে জনগণকে দেওয়া কথা রাখতে আমি দিঘলিয়ার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন মুলক কাজ করে আসছি।
অবহেলিত একাধিক কাচা রাস্তা, নতুন করে পিচের রাস্তা, কালভার্ট, মডেল মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য জমিসহ ঘর আমরা উপহার দিতে পেরেছি। এবং চলমান বেশ কিছু উন্নয়ন মুলক কাজ আরো দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছে, যাতে আগামীতে ও দিঘলিয়ার উন্নয়ন এ অগ্রনী ভুমিকা রাখতে পারেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।