শেখ মারুফ হোসেন// বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী অতি দ্রুত গতির বাসের চাপায় মটর সাইকেল আরোহী বিরাজ মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
নিহত বিরাজ মোল্লা মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মোঃ লুৎফর মোল্লার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মোল্লাহাট সদর থেকে গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন বিরাজ মোল্লা। পথিমধ্যে দেড়বোয়ালিয়া নামকস্থানে পৌছালে মাওয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস বিরাজ মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেইসাথে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেড় বোয়ালিয়া বাস ষ্ট্যান্ড অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থান। মহা-সড়ক হতে মোল্লাহাট শহরে প্রবেশের মূল রাস্তার সংযোগ এখানে। তাই ঝুঁকিপূর্ন জায়গা চিহ্নিত করে দুর্ঘটনা রোধে গতিরোধক নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃস্টি আকর্ষন করছেন এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।