সোহেল হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৩তিন ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এই আয়োজন করে।একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ধারা অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। সম্প্রতি নবম ও দশম শ্রেণির একাধিক ছাত্রীকে তিনি মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রীন শট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপিড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তি দাবী জানান তারা।
বক্তব্য জানতে প্রধান শিক্ষক আবদুর রহিমের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, যৌন নিপিড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেওয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, মানববন্ধন ও অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।