নিউজ ডেস্ক // লা লিগায় ছয় গোল আর এক লাল কার্ডের রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকায় চার নাম্বারে উঠে এসেছে কাতালানরা।
গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই গোল হজম করে বার্সা। লুইস সুয়ারেজের দুর্দান্ত এক পাসে অ্যাটলেটিকোর বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাসকো লিড এনে দেন। এরপরই সফরকারীদের জালে ধ্বংসযজ্ঞ শুরু করে জাভির শিষ্যরা। দুই মিনিট বাদে দলকে সমতায় ফেরান জর্দি আলবা। দানি আলভেসের ক্রসে অরক্ষিত গোলপোস্ট পেয়ে সেখান থেকে দারুণ ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার।
এরপর ২১ মিনিটেই আবারও গোল করে বার্সা। এবারের গোলদাতা তরুণ মিডফিল্ডার গাভি।
ম্যাচের ৪৩তম মিনিটে আরও এক গোল করে ব্যবধান বাড়ায় কাতালানরা। দানি আলভেসের ফ্রি কিকে জেরার্ড পিকের হেড ক্রসবারে লেগে ফিরলে শট নিতে চেষ্টা করে ফেরান তোরেস। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হলে বল যায় রোনাল্ড আরাহোর পায়ে। জালে বল জড়াতে কোনো ভুল করেননি তিনি।বিরতির পরও একই ছন্দে খেলা শুরু করে বার্সা। ম্যাচের ৪৯তম মিনিটে তাদের পক্ষে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস। অনেকটা দূর থেকে ডান পায়ের জোরালো শটে ওবলাককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় অ্যাটলেটিকো। কিন্তু পরে আর গোল করতে পারেনি দলটি।
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫ এ নামিয়ে দিয়ে বার্সা ফিরলো পয়েন্ট তালিকার শীর্ষে চারে। দুইদলই সমান ২২ টি করে ম্যাচ খেলেছে। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট, অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৬।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।