সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি//খুলনা ডুমুরিয়ায় মস্তিষ্ক বিকৃত রোজিনা বেগম ( ৪০ )নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ।আজ মঙ্গলবার (৮ জানুয়ারী)সকালে উপজেলার খলশি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোজাফফর খানের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহত তিন সন্তানের জননী রোজিনা বেগম মস্তিষ্ক জনিত রোগে দীর্ঘ দিন অসুস্থ হয়ে পড়েন । এক পর্যায়ে ঘটনার দিন সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি অপমৃত মামলা করেছেন। লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।