খুলনার খবর// সাংবাদিকতায় (বিনোদন) শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন শেখ খায়রুল ইসলাম। গত ৩ জানুয়ারি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে তিনি এই সম্মাননায় ভূষিত হন।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মোট ১৬৫ জন শিক্ষার্থী “সেন্টার ফর কমিউনিকেশন এ্যাকশন বাংলাদেশ ও সেন্টার ফর ইনভেস্টিগেশন রিপোর্টিং এন্ড দ্যা ফেজবুক জার্নালিজম প্রজেক্ট রিকগনাইজ” (Center for Communication Action Bangladesh, Center for Investigation Reporting and The Facebook Journalism project Recognize) এই কোর্সে অংশ গ্রহন করে।তার মধ্যে “খুলনার খবরের” বার্তা সম্পাদক হয়ে অংশগ্রহন করেন তিনি।এবং সফলতার সঙ্গে তিনি এই কোর্সটি সম্পন্ন করে সাংবাদিকতায় বিশেষ এই স্বীকৃতি অর্জন করে।
“খুলনার খবরের” পক্ষ থেকে শেখ খায়রুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় “খুলনার খবরের” প্রকাশক, আবুল আলা ওয়ালিদ,সম্পাদক ও প্রকাশক মোঃ ইয়াকুব রাজা।নির্বাহী সম্পাদক,মোঃ শরিফুল ইসলামসহ খুলনার খবরের সকল সাংবাদিকগন।
“খুলনার খবরের” সম্পাদক ও প্রকাশক বলেন,তাকে আগামীদিনে আরো নির্ভিকভাবে সাংবাদিকতা করতে হবে।পাশাপাশি সকল প্রকার সামাজিক বিষয়গুলো তার সাংবাদিকতায় উঠে আসবে বলে আমি আশা করি।এই কৃতিত্ব একা তার নয় এটা খুলনার খবরের জন্যও অনেক গর্বের বিষয়।আমি তার সাফল্য কামনা করি।
এ প্রাপ্তি প্রসঙ্গে খায়রুল বলেন, ‘যেকোনো প্রাপ্তিই আনন্দের।স্বীকৃতি পেয়ে বেশ ভালো লাগছে। আমি সাংবাদিকতা করি, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয়। পাঠকের জন্য কাজ করি। আমি মনে করি এটিও একটি জনসেবামূলক কাজ। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এ জন্য আমি “ফেজবুক জার্নালিজম প্রজেক্ট” ও “খুলনার খবরের” সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি, দেশের মানুষের সঙ্গে বিনোদন সংশ্লিষ্ট সর্বশেষ এবং বিশেষ তথ্যগুলো শেয়ার করতে পারি, এই দোয়া চাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।