খুলনার খবর// বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে শেষ ওভারে প্রানপন চেস্টা করেও জিততে পারেনি সিলেট। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৫ রানে জয়লাভ করে খুলনা।
গতকাল সোমবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই রান আউট হন খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার।আসে বিপর্যয় ব্যাট করতে নামা মেহেদি হাসান পরের বলেই আউট। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি ইয়াসির আলীও।মাত্র ১৮ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি। চারে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের সঙ্গে দলের হাল ধরেন।৮৪ বলে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।
তাদের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮২ রান তোলে খুলনা টাইগার্স। ৪টি চার ও ৪টি ছয়ে ৬২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। অপরদিকে ৬টি চার ও ২টি ছয়ে ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতি দিয়ে শুরু করে সিলেট সানরাইজার্সের দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিন্ডল সিমন্স। ষষ্ঠ ওভারের শেষ বলে নাবিল সামাদের শিকার হয়ে ১০ রানে বিদায় নেন সিমন্স। তার বিদায়ের পর অবশ্য একপ্রান্তে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছিলেন এনামুল হক বিজয়। তাকে সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কলিন ইনগ্রাম। বিজয়কে আউট করে ২৯ রানের এই জুটি ভাঙেন থিসারা পেরেরা। ৩৩ বলে ৪৭ রান করে বিদায় নেন বিজয়।চতুর্থ উইকেটে ব্যাট করতে নেমে দাড়াতে পারেননি মোহাম্মদ মিথুন।মাত্র ২ রানে তার বিদায়ের পর ব্যাট করতে নামা রবি বোপারা ফেরেন ০ রানেই।
এরপর ইনগ্রামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়কত্ব হারানো মোসাদ্দেক। ইনগ্রামকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৮ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন সিলেটের এই ব্যাটার।শেষদিকে এসে বিধ্বংসী ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। শেষ ওভারের তিন বলে তিন ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি তিনি। ১৬৭ রানেই থামতে হয় সিলেটকে।৭ বলে অপরাজিত ২৫ রান করেন বাবু। ২২ বলে ৩৯ রানে অপরপ্রান্তে অপরাজিত থাকেন মোসাদ্দেক।
খুলনার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন কামরুল ইসলাম। মেহেদি হাসান তুলে নেন ২ উইকেট। বাকি উইকেটটি শিকার করেন থিসারা পেরেরা।সিলেটের হয়ে একটি করে উইকেট পান সোহাগ গাজী ও একেএস স্বাধীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।