খুলনার খবর// এখন থেকে ‘বডি অন ক্যামেরা’ বহন করবে সাতক্ষীরা ট্রাফিক পুলিশ। আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে এই ক্যামেরা।গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহরের লাবনী মোড়ে সড়কে দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট ও টিএসআইদের মাঝে এই ‘বডি অন ক্যামেরা’ হস্তান্তর করা হয়।
হস্তান্তর করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ইকবাল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করছে। ‘বডি অন ক্যামেরা’র মাধ্যমে সড়কে পথচারী ও গাড়ির চালক আইন অমান্য করেন কিনা, ট্রাফিক পুলিশের আচরণ পেশাগত ও আইনসম্মত হয় কিনা, এ বিষয়গুলো পর্যবেক্ষণের আওতায় চলে আসবে। সড়কে কর্মরত ট্রাফিক পুলিশ ও চলাচলরত সাধারণের সাথে বেশিরভাগ সময়ই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠে থাকে। এসব ব্যাপারে কম সময়ে সঠিক আইন প্রয়োগ করা সহজ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন কামরুজ্জামান বকুল, টি আই আল ফারুক, শাহাবুদ্দিন মোল্লা, শ্যামল চৌধুরী, সার্জেন মুকুল, বাহার, মাহবুব ও কনক প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।