পরেশ দেবনাথ,কেশবপুর ( যশোর)// যশোরের কেশবপুরে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়গুলোতে পাঠদানসহ সার্বিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি তাদের।
কেশবপুর উপজেলায় ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ১৪ জন প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ৭২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত দিয়ে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানন্দকাঠী রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ে, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাকিলাখালী বালিকা বিদ্যালয়, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুড়লী স্কুল, আওয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয় এবং এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও পাঠদানে ব্যাহত হচ্ছে বলে জানান একাধিক অভিভাবক।
নাম প্রকাশ না করার শর্তে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্য়ক্রম চলছে। প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্যে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষক নিয়োগ না হলে এ সমস্যার সমাধান হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।
ছবিঃ
১০/০২/২২
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।