মোংলা প্রতিনিধি// দীর্ঘদিন পরে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জমিতে গড়ে উঠা অবৈধ দখদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দর শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ ৬৫টি কাঁচা-পাকা ঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ এ অভিযান পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার।
এ সময় তার সাথে এ অভিযানে ছিলেন বন্দরের উর্ধতন কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার বলেন, কর্তৃপক্ষের প্রায় ২ হাজার ২শ একর জমির মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় ৭শ’র অধিক অবৈধ স্থাপনা তৈরী করে রেখেছে দখলদারেরা।
ফলে বন্দর এলাকায় যানজট, দুর্ঘটনার পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আসছে। এ সকল প্রতিবন্ধকতা নিরসনে ও দখলদারদের কবল থেকে বন্দরের সম্পত্তি পুনরুদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।