প্রনয় দাস অভয়নগর প্রতিনিধি:- যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এ অভিযান পরিচালনা করেন।
এসময় নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বর নিউ মোল্ল্যা এন্ড সন্স এন্টারপ্রাইজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা জরিমান করা হয়।সুশান্ত কৃষ্ণ এন্টারপ্রাইজ চাউলের মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় ৫ হাজার টাকা,ত্বহা ড্রাগ হাউজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৩ হাজার টাকা ও ইসলামিয়া ফল ভান্ডার কে ২ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সহকারী পরিচালক দিনারা জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা নগদ জরিমানা করা সহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।