মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও একটি নসিমন উদ্ধার করেছে। একই সাথে ৪ জনকে আটক করেছে।আটককৃতরা হলেন, মণিরামপুরের বড় চেতলা দশআনি গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে রনি আহমেদ, বেনাপোলের ঘিবা গ্রামের মৃত মজনু সরদারের ছেলে মাসুদ রানা, শার্শার গোগা বিলপাড়ার নজরুল ইসলাম কালামের ছেলে রাজিব হোসেন ও বাদশা মোল্লার ছেলে ফিরোজ হোসেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি রোববার ডিবির এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে বাঘারপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।সকাল ১০ টায় ধলগা বাজারের নাইমের মুরগির দোকানের সামনে থেকে রনি আহমেদ ও মাসুদ রানাকে ৫ কেজি গাঁজাসহ আটক করেন।
একই দিন ডিবির এসআই শাহিনুর রহমান, মোহাম্মদ এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে অপর একটি টিম অভিযান পরিচালনা করেন। যশোরের মন্ডলগাতী গ্রামের খাইরুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে রাজিব হোসেন ও ফিরোজ হোসেনকে ৩০ বোতল ফেনসিডিল ও ১টি ইঞ্জিন চালিত নসিমনসহ আটক করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।