স্পোর্টস ডেস্ক// আইপিএলের মেগা নিলামের প্রথম রাউন্ডে সাকিব আল হাসানকে কেনেনি কেউ।গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে নিলামে তোলা হয়। কিন্তু এবারও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি।প্রথমবারে না হলেও দ্বিতীয়বার নিলামে তুললেও কেউ তাকে কিনেনি। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিকে, বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম দেওয়া বাকি ৩ বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিলামে ডাকা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।