শরিফুল ইসলাম // খুলনা মহানগরীতে ব্যাটারি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই ২টি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত হলেন,মোঃ তুহিন (২১),পিতা-মোঃ ফোরকান,সাং-ইসলাম পাড়া,গোপালগঞ্জ পুলিশ লাইনের পিছনে,থানা ও জেলা- গোপালগঞ্জ।এ/পি- নিউজপ্রিন্ট গেট,সোনালী ব্যাংকের সামনে কাওসারের বাড়ির ভাড়াটিয়া,থানা- খালিশপুর,জেলা-খুলনা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) মো.কামাল হোসেন খানের নির্দেশে এস,আই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে তার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তুহিনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
এস,আই মোঃ গোলাম মোস্তফা জানান,গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট মিল সংলগ্ন শহীদ মিনারের সামনে পাকা রাস্তায় দেড়টন ওজনের একটি টিকআপ পার্কিং করে রাখা ছিল।সেই পিকআপ থেকে সুকৌশলে ব্যাটারি চুরি করে খুলনার আপার যশোর রোড এলাকার আর,বি এন্টারপ্রাইজ নামের দোকানে বিক্রি করে।পিকআপের মালিক মোঃ মনিরুজ্জামান ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে থানায় এজাহার দাখিল করেন।তারই ভিত্তিতে আসামীকে আটক করা হয়।এবং তার স্বীকারোক্তিতে বিক্রিত ব্যাটারি জব্দ করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন খান।
তিনি জানান,খুলনা মহানগরীতে ব্যাটারি চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।এ সময় তার কাছ থেকে চোরাই ২টি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে।খুলনা মহানগরীর খালিশপুর বিভিন্ন এলাকায় এই চোর চক্রের সদস্যরা মোবাইল, ব্যাটারি চালিত ভ্যান-অটোরিকশা, ইজিবাইক ও সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছিল। আটকের পর জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন জায়গায় ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরির কথা স্বীকার করেছে। এই চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।