পরেশ দেবনাথ,কেশবপুর (যশোর)// কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার বিকেলে ৪টি তক্ষক সাপসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো সন্ন্যাসগাছা গ্রামের মৃত হোসেন আলী জোয়ার্দ্দারের ছেলে হালিম জোয়ার্দ্দার ও তালা উপজেলার লিয়াকত আলীর স্ত্রী আকলিমা বেগম।
ভেরচী পুলিশ ক্যাম্পের এএসআই আবুল বাসার পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি তক্ষক সাপসহ দু’জনকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।আবুল বাসার আরো জানান,উদ্ধারকৃত ৪টি তক্ষক সাপ খুলনা বন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।