শরিফুল ইসলাম// খুলনায় পেঁয়াজের বাজার আবারও উর্ধ্বমুখী।গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১২ টাকা। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
প্রতিকেজি পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫-২৮ টাকায়। খুলনা ট্রাক টার্মিনাল,বড় বাজারসহ ছোট বড় সকল পাইকারি আড়তেই এর প্রভাব পড়েছে।
আড়তদারদের দাবি খুলনায় পেঁয়াজের সিংহভাগ আসে ফরিদপুর থেকে। সেখানে দাম বেড়েছে।তাই এর প্রভাব খুলনার বাজারগুলোতেও পড়েছে।পাশাপাশি দাম বাড়ার কারন হিসাবে গত সপ্তাহের বৃষ্টিকে দায়ী করছেন আড়তের ব্যবসায়ীরা।
ট্রাকস্ট্যান্ড পাইকারি বাজারের ব্যবসায়ী সুত্রে জানা যায়,বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে।খুলনায় চাহিদা অনুযায়ী প্রতিদিন এ বাজারে প্রায় ১০ ট্রাক পেঁয়াজের প্রয়োজন। কিন্তু সেখানে আসছে মাত্র তিন কি চার ট্রাক।
ক্রেতা সাধারনের নাগালের বাইরে চলে যাচ্ছে তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু সেভাবে আয় বাড়ছে না সাধারন মানুষের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।