খুলনার খবর// খুলনা তেরখাদায় আড়াই মাস বয়সী জমজ দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম মুক্তা ও মনি।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে এই লাশ উদ্ধার হয়।শিশুদ্বয় খয়ের শেখের নাতনী।
পুুলিশ জানায়, শিশুদের নিয়ে তার মা কণা বেগম রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটা পর্যন্ত তিনি সন্তানদের পাশে জেগে ছিলেন। কিন্তু ভোর রাতে হঠাৎ শিশুদের দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। এসময় পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুজি করে পুকুরের মধ্যে দুই শিশুর লাশ দেখতে পায়।
এদিকে শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাগেরহাটের মোল্লাহাটের একটি কোম্পানীতে চাকরি করেন। খবর পেয়ে তিনি শ্বশুর বাড়িতে এসেছেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, শিশুদের মৃতদেহ সুরতহাল করা হয়েছে। একটি শিশুর চোখের নীচে রক্ত জমাট হয়ে আছে।ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।