….”বসন্ত বিহগ”…
(রহিমা আখতার শম্পা)
বসন্তের হলুদ বনে
কোকিলের কুহুতানে
প্রাণে যখন দোলা দেয়,
মন মাতানো মহুয়ায়।।
তুমি এলে দোলায় চেপে
শেরওয়ানী পাগড়ী পরে
শিমুল ফুলের পরাগ মেখে
মৌমাছিরা গুন গুনায়।।
লাল ব্যানারসি, ওড়না দিয়ে
মেহেদী পাতায় হাত রাঙিয়ে
ভালবাসার হাতটি ধরে
গেলাম তোমার ছোট্ট আঙ্গিনায়।।
সুখে দুখে বিশটি বছর
কেটে গেল মানিক-জোড়
সইল না আর পরম সুখ
বিধাতা হলেন বিমুখ
হারিয়ে গেলে দূর অজানায়!!
বসন্ত যায় বসন্ত আসে
ফেরারী পাখি ঘরে ফিরে
অপেক্ষার প্রহর গুনে–
তোমার দেয়া শিউলিমালা
রেখেছি পরম মমতায়।।
ফাল্গুনের সাত তারিখে
মন লাগে না কোন কাজে
লাল গোলাপ তোমার জন্য
এনেছি দেখ আগের মত!
উনত্রিশ বছর হোল —
তোমার আমার শুভ পরিণয়!!
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।