প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি// দুস্থ ও অসহায় রুগীদের সেবার লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আকরাম শেখের স্বরনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মরহুম আকরাম শেখের সহধর্মিণী রোকেয়া বেগম উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ৪ ছেলে, মোঃ জামির শেখ, মোঃ শামিম শেখ, মোঃ হামিম শেখ, মোঃ নাজিম শেখ ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে উদ্বোধনী বক্তব্যে রোকেয়া বেগম বলেন আর্তমানবতার সেবায় আমার মরহুম স্বামীর স্বরনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি, আগামীতেও নিয়মিত করতে চাই, আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন।
ডাক্তার হিসাবে উপস্থিত থেকে যারা মেডিকেল সেবা দিয়েছেন ডাঃ অনিরুদ্ধ সরদার, ডাঃ আফরিন আফরোজা, ডাঃ দেবাশীষ মন্ডল, ডাঃ আশিষ মন্ডল ও খুলনা আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের নার্স ও স্টাফবৃন্দ।
এলাকার অতিদরিদ্র অসহায় ও দুস্থ রুগীরা বাড়ির কাছে ফ্রি মেডিকেল সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।