ইয়াকুব রাজা // প্রাণের বিনিময়ে অর্জিত হয় মায়ের ভাষা বাংলা। তাই দিনটি যেমন গৌরবের, অহংকারের, তেমনি শোকেরও। বাঙালি ছাড়া, পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতিকে ভাষা রক্ষায় প্রাণ দিতে দেখা যায়নি। তারই স্বীকৃতি হিসেবে আজ ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি।
মাথা নত না করার চির প্রেরণা আর রক্ত পলাশ হয়ে ফুটে থাকা সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি আজ। যাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা বাংলা। দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামেও স্বীকৃত।
বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭০ বছর পূর্ণ হলো।
আজ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
একুশের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন,কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা, খুলনা রেঞ্জ ডিআইজির দপ্তর,খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।