সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুর রামগতি উপজেলার পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ গড়ার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ইং সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ২০ ফেব্রুয়ারি ‘দেশ গড়ার ডাক’ দিতে প্রথম সফর করেন চর পোড়াগাছা গ্রামে। গ্রামটি বর্তমানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত। তার পদধূলিতে ‘শেখের কিল্লা’ নামে একটি ফটক রয়েছে।
১৯৭২ইং সালের এদিন সকালে হেলিকপ্টারে করে উপজেলার পোড়াগাছা গ্রামে পৌঁছান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সংক্ষিপ্ত ভাষণ শেষে ওড়া-কোদাল হাতে নিয়ে স্বহস্তে মাটি কেটে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
ইতিহাস সূত্রে জানা গেছে, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি (রামগতির বাসিন্দা, ২৩ জানুয়ারি ২০১৮) প্রয়াত মাহফুজুল বারীর কাছ থেকে নদীভাঙন কবলিত ভূমিহীন পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শোনেন বঙ্গবন্ধু। সেসময় এমন দুঃখ-দুর্দশার কথা শুনে লক্ষ্মীপুরের রামগতি চর পোড়াগাছায় ছুটে আসেন তিনি। এটি সাবেক নোয়াখালী জেলাধীন রামগতি উপজেলার ২নং চর বাদাম ইউনিয়নের একটি গ্রাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।