ইয়াকুব রাজা// খুলনায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা শুরু হচ্ছে। এবারের বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।বরাবরের মত এবারও নগরীর বয়রায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে ২১ দিনব্যাপি এই বই মেলা অনুষ্ঠিত হবে।প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ইতোমধ্যে শুরু হয়েছে স্টল বরাদ্দ। এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবাবেরও বইমেলার আয়োজক জেলা প্রশাসন।স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে একুশে বই মেলা চলবে।এবারের বইয়ের স্টল বরাদ্দের জন্য ৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়। বইয়ের পাশাপাশি খাবার ও কুটির শিল্পের স্টল থাকবে।
খুলনা একুশে বইমেলা স্টল বরাদ্দ ও অর্থ উপ-কমিটির সদস্য বদরুল আলম রয়েল বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বিধি-নিষেধ থাকায় ১ ফেব্রুয়ারি মেলা শুরু করা সম্ভব হয়নি। গত ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একুশে বইমেলা-২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ২৫ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের আন্তরিকতায় এবারের বইমেলা করা সম্ভব হচ্ছে। এবারের মেলায় প্রাথমিকভাবে ৯০ টি স্টল বরাদ্দের পরিকল্পনা রয়েছে। যারমধ্যে বই, সরকারি, প্রকাশনী, খাবারের দোকান, কুটির শিল্পের জন্য স্টল বরাদ্দ দেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।