খুলনার খবর// আগামীকাল শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পাতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মোঃ শামসুল হক স্বাক্ষরিত অতীব জরুরি এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।
এতে আরও বলা হয়, আগামী ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।
জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণের কারণে আগামীকাল শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি সারা দেশের সকল কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/ বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।