খুলনার খবর// খুলনা মহানগরীর দুইটি ফিডারের আওতাধীন এলাকায় আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওজোপাডিকো লিমিটেড খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ নগরীর ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, ষ্টেশন রোড, কালীবাড়ী, বড় বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট ও জজকোর্টের আবাসিক এলাকা।এসব এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপরদিকে ১১ কেভি মুন্সীপাড়া ফিডারের আওতাধীন আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সদর থানা, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড সংলগ্ন আবাসিক এলাকায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।