সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৮আট টি পদে আওয়ামী লীগের বিজয় হয়েছে। এতে আওয়ামী প্যানেলের নুরুল হুদা পাটওয়ারী সভাপতি ও হুমায়ুন কবির হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আজগর হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই দিকে সভাপতি পদে ভোট করে পরাজিত হয়েছেন বিএনপি প্যানেলের দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে আবদুল ওহাব। সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির, আবদুল ওহাবসহ ৫পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি কবির হোসেন (আওয়ামীলীগ), মাহমুদ ইসকান্দার (বিএনপি), সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ ফয়সাল (বিএনপি), নূর মোহাম্মদ (আওয়ামী লীগ), এড. সাজ্জাদ হোসেন (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ (আওয়ামী লীগ), অডিটর চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ), সদস্য পদে বিএনপি সমর্থিত মোশারফ হোসেন, আমজাদ হোসেন ভূঁইয়া, আবু ইউসুফ, আওয়ামী লীগের মনোয়ার হোসেন জাবেদ, জামায়াতের আকবর হোসেন ও মনির হোসেন জাবেদ। আইনজীবী সমিতি সূত্র জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০দশ টা থেকে বিকেল ৪চার টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়। এতে সমিতির সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা আইনজীবী সমিতিতে ৩৪২ জন সদস্য রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী আজগর হোসেন মাহমুদ। এছাড়া সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আইনজীবী কৃষ্ণ দুলাল দাস ও মনির হুসাইন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।