মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা// নড়াইলে নিজ জন্ম ভিটায় বিভিন্ন আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারী নূর মোহাম্মদ নগরে তার পৈত্রিক বাড়িতে সকালে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নুরমোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আজিজুর রহমান ভূইয়া,জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।