খুলনার খবর// খুলনা মহানগরীর পশ্চিম রূপসার পাইকারি মাছ বাজারের ফলের আড়তে ৪০টি ঘর ও পাশের আরো ১০টি বসতবাড়ি ভষ্মিভূত হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ করে। পরে সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক মো. রমজান আলী হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে কাঁচাবাজারের প্রায় ৩০টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ১০টি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়ার ৩টি ও বয়রার ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।