ইয়াকুব রাজা // খুলনা মহানগরীতে হটাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে।আজ রোববার (২৭ ফেব্রয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়।
এসময় আকাশে কালো মেঘের পর বজ্রপাত শুরু হয়। মূহূর্তের মধ্যে ঝড়ো হাওয়া শুরু এবং বৃষ্টি শুরু হয়।ফলে হটাৎই বিপদে পড়ে যান পথচারী সহ ফুটপাতের দোকানদারেরা।দিকবিদিক ছোটাছুটি করতে থাকে বাইরে থাকা মানুষ।আশ্রয় নেয় কোন বিল্ডিংয়ের বেসমেন্টে কেউ বা আবার দোকানে।ঝড় বৃষ্টিতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।ফলে চরম বিপাকে পড়েন নগরবাসী।ছোট বাচ্চাদের নিয়ে আতংক গ্রস্হ হয়ে পড়েন মায়েরা।
খুলনার বটিয়াঘাটার ইমরান হোসেন জানান, ৫ বিঘা জমিতে ধানের চারা রোপন করেছি। ঝড় ও বৃষ্টিতে ধানের চারা গাছের ক্ষতি হয়েছে। বাড়িঘর গাছের পাতায় ভরে গেছে। অনেক স্থানে গাছের ডাল ভেঙে পড়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।
বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকতা জানান, উপজেলাসহ আশপাশের বেশ কিছু গ্রামে কালবৈশাখী ও বৃষ্টি হয়েছে। এতে চলতি মৌসুমে উঠতি সফলের ক্ষতি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।