মোঃ ফসিয়ার রহমান!পাইকগাছায় টিপু গাজীর বিরুদ্ধে মামলাবাজ, দখলবাজ, ষড়যন্ত্রকারী,অত্যাচারীর অভিযোগে জমি ও ঘের মালিকরা মানববন্ধন করেছে।
আজ রবিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কচুবুনিয়া,মঠবাটি,ভেটকা,ঘোষাল চককুলতলা,বয়রা মৌজার জমির মালিক ও ঘের মালিকরা বলেন ঘোষাল গ্রামের কামাল আহম্মেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী) একজন মামলাবাজ, দখলকারী,অত্যাচারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি। অত্র মৌজায় তার সামান্য জমি থাকলেও সে নিজ জমির পরিমানের চেয়ে বেশি জমিতে অবৈধ দখলে রেখে উল্টো আমাদের নামে একের পর এক মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করে নিঃশ্ব করছে।
সে খুলনায় থাকার কারনে গ্রাম অঞ্চলের নিরীহ মানুষের নামে মামলা, লিগাল নোটিশ দিয়ে যাচ্ছে। এমন কি স্থানীয় ৭ নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম এলাকার জমির মালিকদের পক্ষে কথা বলায় তার নামেও লিগাল নোটিশ দিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই মানববন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া,এস এম মোজাম্মেল হক,এম এম জাহাঙ্গীর আলম,আজু মোল্লা,মোবারক সরদার, রেজাউল করিম,মনোজ বিশ্বাস,সাজ্জাত নায়েব, নুরু শেখ, মোজাহার গাজী,সুব্রত সরদার, আফছার উজ্জামান, আবু হাসান, নাজমা আক্তার,আসলাম পারভেজ, আলমগীর হোসেন, জাকিরুল নায়েব,আলিম সরদার প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।