সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুরে পাখি শিকার করায় যুবকের কারাদণ্ড।লক্ষ্মীপুরে ৭টি ডাহুক পাখি শিকার করায় মোঃ বাবুল নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি শিকার করেন। পরে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে বাবুলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দালাল বাজার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক জানান, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, পরিবহন, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম জানান,পাখি শিকার করায় আইন অনুযায়ী বাবুলকে কারাদণ্ড দেওয়া হয়। তার থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।