সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি//লক্ষ্মীপুরে সাংবাদিক নেতারা বলেছেন, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকরা কাজ করছেন। দেশ ও জনগণের স্বার্থে তারা রাতদিন মাঠে রয়েছেন। দেশব্যাপী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দেশের শত্রু।
তারা আরও বলেন,নোয়াখালীতে সাংবাদিককে হুমকির ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জেরে জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের প্রতিনিধি কাজল কায়েস, লক্ষ্মীপুর জেলা শাখার আরজেএফ সহ-সভাপতি ইমরান হোসেন,দপ্তর সম্পাদক সোহেল হোসেন,আরজেএফ মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার লাকি,সাংবাদিক আবদুল আজিজ, জান্নাতুল ফেরদৌস নয়ন, আনোয়ার রহমান বাবুল ও মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।