ঝিনাইদহ প্রতিনিধি // মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তারা, দেশের উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত ও ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভোটার হওয়ার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।