পরেশ দেবনাথ,কেশবপুর (যশোর)// যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন নতুন ডাক্তার যোগদান করেছেন। এর ফলে উপজেলাবাসী পাবেন দীর্ঘদিনের বঞ্চিত স্বাস্থ্য সেবা।
১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় তিন লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিৎসকের স্বল্পতার কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছিলো। কম সংখ্যক ডাক্তার থাকার ফলে ডাক্তারদের রোগী দেখতে গিয়ে চরম হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত।
এরই মধ্যে সম্প্রতি ৪২তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ নবাগত ৮ জন ডাক্তার সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিভিন্ন বিভাগে যোগদান করায় স্বাস্থ্য সেবা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনগণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
৪২ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগে উত্তীর্ণ যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডা. এস এম আবু জাহিদ, ডা. তরিকুল ইসলাম, ডা. জি এম এস কে ডালিম, ডা. ইমদাদ হোসেন, ডা. জয়তী রায়, ডা. আনোয়ারা খাতুন, ডা. তামান্না জান্নাত ও ডা. মায়িশা মালিহা মিশা ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান মিজান রুমী জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩১ জন চিকিৎসকের পোষ্ট থাকলেও দীর্ঘদিন যাবত ১৬ জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে আসছিলেন। এর মধ্যে অনেকেই ডেপুটেশনে রয়েছেন। এখন নতুন ০৮ জন চিকিৎসক যোগদান করায় ২৪ জন চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দিতে আরো সহজ ও বেগবান হবে।
নতুন যোগদানকারী চিকিৎসা ডা. তামান্না জান্নাত বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পেরে খুশি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি কেশবপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করা ৮ জন নতুন ডাক্তারের সবাই মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।