শেখ মারুফ হোসেন,বাগেরহাট // বাগেরহাটে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রং ব্যবহার নিশ্চিতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন, বাগেরহাটের আয়োজনে এবং বিআরটিএ বাগেরহাট সার্কেল এর সহায়তায় জেলা সদরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনা রোধে যানবাহনের হেডলাইটে কালো রং ব্যবহার নিশ্চিতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট জনাব হাফিজ আল আসাদ।
এসময়ে টার্মিনাল চত্বরে চালক-শ্রমিকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। প্রথম দিনে অর্ধশত যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রং দেওয়া হয়।
বিআরটিএ বাগেরহাট সার্কেলের উপ-পরিচালক মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশি, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি অম্বরিশ রায়, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বাগেরহাটের মোটরযান পরিদর্শক ফরহাদ হোসেন, রনজিৎ হালদার, বাগেরহাট সরকারি পিসি কলেজের রোভার স্কাউট লিডার শেখ শামিম হাসান,সিনিয়র গার্ল ইন-রোভার কামিনী সুলতানা, বিএনসিসির ল্যান্স কর্পোরাল শুভ হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাতে সড়কে গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় হেড লাইটের আলো ওপরে উঠানো থাকার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখে আলো লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা, ত্রুটিপূর্ণ রাস্তা দুর্ঘটনার অন্যতম কারণে। তাই দুর্ঘটনা রোধে সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।