খুলনার খবর// মাগুরার মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে গতকাল শনিবার (৫ মার্চ) দুপুরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের হামলা ও পুলিশের শটগানের গুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
গ্রামবাসীরা জানান, মনিরুল মেম্বর অর্তকিতে সাবেক মেম্বর লিয়াতক মোল্লার লোকদের উপর হামলা করে। একইভাবে পুলিশ এনে লিয়াকতের সমর্থকদের উপর গুলি চালিয়েছে। সংঘর্ষে ৫টি বাড়ি ভাংচুর করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর মনিরুল ইসলাম ও সাবেক মেম্বর লিয়াকত মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুইদিন আগে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের এক পর্যায়ে সকাল ১০টার দিকে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি নিক্ষেপ করে।
আহতদের মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান জানান, সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সবাই শঙ্কামুক্ত অনেকে রাবার বুলেট ও শটগানের গুলিতে আহত হয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।