মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// ছেলের বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অ্যালকোহল পান করে মারা গেছেন পিতা দিলু বিশ্বাস (৫০)।
আজ সোমবার ৭মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজবাড়ির রেলস্টেশন এলাকার সুইপার কলোনির বাসিন্দা।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার জানান, রাজবাড়ির দিলু বিশ্বাস ৫০ যশোর শহরের লালদীঘির পাড়ে সুইপার কলোনিতে ছেলে হৃদয়ের বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন। অতিরিক্ত অ্যালকোহল পান করায় গুরুতর অসুস্থ হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসিজির মাধ্যমে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তাহার লাশ মর্গে নেয়ার সময় স্বজনরা বাধা দেয়। এক পর্যায়ে লাশ নিয়ে তারা পালিয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।