সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রধিনিধি// লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রাণি সম্পদের প্রদর্শনী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রদর্শণীর উদ্বোধন করেন লক্ষ্মীপুর- রায়পুর আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, ভ্যটেরিনারী অফিসার ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারী সহ প্রমুখ।
প্রদর্শণীতে খামারীরা তাদের খামারে উৎপাদিত উন্নত জাতের গরু ছাগল, হাঁস -মুরগী, টার্কি, কবুতর, খামার ব্যবস্থাপনার যন্ত্রপাতি, বিভিন্ন কোম্পানির উৎপাদিত খাদ্য, দুগ্ধজাত ও পোল্ট্রি থেকে উৎপাদিত খাদ্য সামগ্রী সহ ৩৫টি ষ্টল অংশগ্রহণ করে। দিনশেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত রায়, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলুসহ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণি সম্পদের উপপরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম।
পরে উন্নত জাতের প্রাণী প্রদর্শনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন খামারীকে পুরস্কৃত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।