ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএসএআইডি প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে খুলনা এক্সিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশানালের বাস্তবায়নে এবং জেলা লিগাল এইড কমিটি পান্তরের ঘৌথ আয়োজনে দরিদ্র অসহায় মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে সচেনতা বৃদ্বি করতে স্তানীয় সাধারন মানুষের অংশগ্রহনে প্রাতিষ্টানিক গনশুনানি স্থানীয় ইউপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । জলমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিধান রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ জেলা লিগাল এইড অফিসার প্রবীর কুমার দাস । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব ,সাংবাদিক, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ নারীনেত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান পরিচালনা করেন পিপিজে প্রকল্পের পিচি অনুপ রায় ও শান্তনু মন্ডল । আলোচনা শেষে উপস্হিত সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের আইনি বিষক পরামর্শ প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।